মৌলভীবাজার পৌরসভার ১৪২ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার ২৮০ টাকার বাজেট ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ৩০ ২০১৯, ১৭:৩৫

 

এহসান বিন মুজাহির : মৌলভীবাজার পৌরসভার ১৪২ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার ২৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে।

রবিবার দুপুরে পৌর মিলনায়তনে সাংবাদিক ও পৌর নাগরিকদের উপস্থিতিতে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।

পরে বাজেটের উপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহম্মদ, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, এনটিভি প্রতিনিধি এস এম উমেদ আলী, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান সহ অন্যান্যরা।

বাজেট ঘোষনাকালে মেয়র বলেন, চলতি অর্থ বছরে নুতন কোনো কর আরোপ করা হয়নি এবং শহরের একমাত্র পানি নিষ্কাশনের খাল কুদদালীছড়া ময়লা আবর্জনা না ফেলার জন্য পৌর নাগরিকদের তিনি আহবান করেন।