মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন
একুশে জার্নাল
জানুয়ারি ১০ ২০১৯, ১৩:০২

এহসান বিন মুজাহির: ইসলামি ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত প্রতিষ্ঠান মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নজমুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আশিকুর রহমান ও হাফেজ হাসান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলামা পরিষদ মৌলভীবাজার’র সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি, শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শায়খুল হাদীস হযরত মাওলানা ইসমাঈল আলী মিটিপুরী, মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল মুকিত, মৌলভীবাজার এডুকেশন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ মাওলানা সামছুল ইসলাম তরফদার, সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, সোসাইটির নির্বাহী সদস্য মাওলানা নুর উদ্দীন মোহাম্মাদ এজাজ, জামেয়া দ্বীনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হক, শেখ লুৎফা আক্তার, রায়হানা সিদ্দীকা, রোকসানা আক্তার, হাসান আহমদ খান, জহিরুল ইসলাম, নাজিম উদ্দীন, মঞ্জুর হোসেন আবির, জোলেখা খাতুন, কুলসুম বেগম, সানজিদা আক্তার ও হাফিজ তারেক আহমদ।