মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৪ ২০১৯, ০২:০২

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে ‘ভার্চুয়াল জগত: সম্ভাবনা ও শঙ্ক’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০১৯ সোমবার (২৮ রমজান) মৌলভীবাজার শহরস্থ দিল্লী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান এবং সহসাধারণ সম্পাদক শাহ মিসবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক ফোরাম মৌলভীবাজা’র সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক এবং ব্যাংকার অ্যাডভোকেট মো. আবু তাহের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইশতিয়াক জাকেরীন, দীপ্ত নিউজ ডটকম সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক খবরপত্রের মৌলভীবাজার প্রতিনিধি শ.ই সরকার জবলু, দৈনিক নতুন দিনের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল বাছিত খান, দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার আব্দুল কালাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সহসভাপতি এহসানুল হক জাকারিয়া, জুবায়ের ইবরাহিম, মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, সহসাধারণ সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ, সহসাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রাহাত, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম জহির,সহপ্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক এমাদ উদ্দিন, প্রকাশনা সম্পাদক আহমদ শামছুদ্দিন, সহপ্রকাশনা সম্পাদক ফজলুল হক মুন্না, দপ্তর সম্পাদক কেএম আব্দুল হক, ফোরাম সদস্য আহসান উদ্দিন গিলমান এবং ফাহিম বিন আব্দুল জলিল।

প্রসঙ্গত, দলমতনির্বিশেষে মৌলভীবাজারের অনলাইন অ্যাক্টিভিস্টদের সংগঠিত করে ধর্ম, সাহিত্য, মানবসেবা, শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি বিষয়সহ সম্ভাবনাময় দিকগুলো সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে তুলে ধরা এবং অসহায়দের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার লক্ষে ২০১৭ সালের ১৬ নভেম্বর
এই সংগঠনের যাত্রা শুরু করে।