মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানে ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৫ ২০১৮, ১৬:৫৪

নাঈম চৌধুরী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানে ৯ম মৃত্যু বার্ষিকী বুধবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারে পালিত হয়েছে ৷ মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজার শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারমান ভিপি মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সোলেমান, জেলা বিএনপি নেতা মোহিতুর রহমান হেলাল, মোস্তাক আহমদ রুহিন, আবু মিয়া চৌধুরী , পৌর বিএনপি’র সহ সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক বদরুল আলম নোমান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম, শহীদ আহমদ, আমিরুল ইসলঅম শাহেদ রিপন মিয়া,মাজহারুল ইসলাম রকি,মোজাম্মেল হোসেন সাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম এম সাইফুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরন করা হয়।