মৌলভীবাজারে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১৮ ২০২০, ১৮:১৬
এহসান বিন মুজাহির : মৌলভীবাজার জেলায় ভ্রান্ত সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবিতে মৌলভীবাজার জেলার সকল কওমী মাদ্রাসার উলামা-মাশায়েখ ও তাবলীগ সাথীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উলামা পরিষদ এর মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক, রায়পুর টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন।
সংবাদ সম্মেলনে বক্তারা জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কাছে ইজতেমার অনুমতি না দেয়ার দাবি জানান।
এসময় ওলামা পরিষদ মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মাওলানা মুফতি শামছুজ্জোহা, মাওলানা মুফতি হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা মুজাহিদ আহমদসহ অন্যান্য আলেম এবং উলামা পরিষদ এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন