মৌলভীবাজারে লন্ডনফেরত নারীর মৃত্যু ; ৫ বাসা লকডাউন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৩ ২০২০, ১৮:৫৫

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লন্ডল ফেরত এক প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসন শহ‌রের কাশীনাথ এলাকার পাঁচটি বাড়ি লকডাউন করে দিয়েছে। একই সাথে এলাকায় আগমন ও বহির্গমন সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জিয়া উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যুক্তরাজ্যে ফেরত এ নারীর দেহে করোনাভাইরাসে উপসর্গ ছিল। সেজন্য আশেপাশের পাঁচটি বাসা লকডাউন করে দেয়া হয়েছে। একই সাথে এলাকায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) রোগীর রক্ত ও আলামত সংগ্রহ করবে। তবে মারা যাওয়া এ নারীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।