মৌলভীবাজারে ত্রাণ বিতরণ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৮ ২০২০, ১৮:৩২

বদরুল আলম চৌধুরী: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে হতদরিদ্র দিনমজুর কর্মহীন অস্বচ্ছলদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ,) সকাল ১১টার দিকে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে অসহায় হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে এ সংকটকালীন সময়ে নিম্ন আয়ের লোকজন বেকার হয়ে পড়েছেন তাদের সহযোগিতারর্থে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে পৌর জনমিলন কেন্দ্রে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল রহমান,পৌরসভার মেয়র ফজলুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান প্রমুখ।

এসময় শতাধিক দরিদ্র ও কর্মহীন মানুষের হাতে ত্রাণ তোলে দেওয়া হয়। প্রত্যেক ব্যাক্তিকে ১০ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল,৫০০ গ্রাম তেল,লবন ও ১টি সবান এবং মাক্সসহ প্যাকেট দেওয়া হয়।