মৌলভীবাজারে তাকমিল ফিল হাদিস উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান আজ
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ২৮ ২০১৯, ১৪:৪৩

এহসান বিন মুজাহির: মৌলভীবাজার জেলার অনলাইন অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৯ আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর বেলা ৩টা থেকে মৌলভীবাজার শহরস্থ রুমেল কমিউনিটি সেন্টারে শুরু হবে এবং শেষ হবে রাত ১০টায়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
ফোরামের সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান ও সহ-সম্পাদক শাহ মুহাম্মাদ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দোয়া পরিচালনা করবেন বরুণার পীর, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা খলীলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী।
প্রধান আলোচকের আলোচনা করবেন সিলেটের গহরপুর মাদরাসার প্রিন্সিপাল, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, লেখক ফোরাম মৌলভীবাজারের সভাপতি, লেখক, গবেষক ও ব্যাংকার অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা রুহুল আমীন সাদী, সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদসহ জেলার শীর্ষ আলেম-ওলামাগণ।
অনুষ্ঠানে তিলাওয়াত করবেন হাফেজ কারী মাওলানা জিয়াউল হক নাসেহ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবেন স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী আবু রায়হান, কলরব, আরিব হাসান কলরব, আবাবিল সাংস্কৃতিক ফোরাম, সূরের কাফেলা ও রাহে নাজাতের শিল্পীরা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
উল্লেখ্য যে, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ২০১৭ সালের ১৬ নভেম্বর ৬৩ জন অনলাইন অ্যক্টিভিস্টদের নিয়ে ফোরামের কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।