মৌলভীবাজারে জীবাণুনাশক স্প্রে করলো ঊষার আলো
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৮ ২০২০, ১৮:৫৭

বদরুল আলম চৌধুরী:
করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে মৌলভীবাজার শহরের বেরীরপাড় পয়েন্টে, বিভিন্ন গাড়িতে, ৭ ও ৮ নং ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
শনিবার (২৮মার্চ) সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান।
উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মামুনসহ অন্যানরা।
এসময় পৌর মেয়র ফজলুর রহমান বলে, সবাই এগিয়ে আসুন করোনাভাইরাস প্রতিরোধে সম্মিলিত ভাবে কাজ করি। নিজে বাঁচি এবং শহরকে বাঁচাই। সরকারের দেয়া নির্দেশ গুলো মানার জন্য সবার প্রতি আহবান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম মান্না বলেন, দেশব্যাপী মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং পরিষ্কার পরিছন্ন রাখার জন্য আমরা মৌলভীবাজার পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডে এবং বেরীরপাড় রোডে আমাদের সংগঠনের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কর্মসূচী গ্রহন করেছি।