মৌলভীবাজারে জীবাণুনাশক ছিটানো শুরু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০২০, ১৮:০৭

মৌলভীবাজার প্রতিনিধি: পৌরসভা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশক ছিটানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মুখ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে জীবানুনাশক ছিটানোর উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র মো: ফজলুর রহমান,ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হারুণ পাশা। ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার জালাল আহমদের তদারকিতে জীবানুনাশক ছিটানো অব্যাহত থাকবে।

পৌর মেয়র বলেন,শহর পরিস্কার রাখার জন্য এ কার্যকম অব্যাহত থাকবে। প্রতিদিন ফায়ার সার্ভিসের জীবানুনাশক ছিটানো কাজটি চালিয়ে যাবে।

জেলা সিভিল সার্জন ডা: তাওহিদ আহমদ জানান,জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৮৯ জন। হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন ২১৫ জন।