মৌলভীবাজারে ঘরে ঘরে খাদ্য পাঠাচ্ছেন পৌর কাউন্সিলর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৪:০৪

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন কাউন্সিলর মোঃমাসুদ আহমদ।

রবিবার (২৯ মার্চ) সকাল থেকে রিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সাযোগে তিনি ওয়ার্ডের গরীব ও অসহায় দিনমজুর প্রায় শত পরিবারে খাদ্য সামগ্রী পাঠান। বিশ্বব্যাপী করোনভাইরাসের আক্রমণের প্রভাবে বাংলাদেশেও বন্ধ রয়েছে গণপরিবহনসহ সব প্রতিষ্ঠান। এতে অসহায় ও হতদরিদ্ররা পড়েছেন বিপাকে। কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই।তাই নিজ ওয়ার্ডের অসহায় মানুষদের পাশে ব্যাক্তিগতভাবে দাঁড়িয়েছেন কাউন্সিলর মাসুদ।

এবিষয়ে কাউন্সিলর বলেন,সমাজ হচ্ছে একটি পরিবারের মতো এবং আমরা সবাই এ পরিবারের সদস্য। আমাদের সকলের উচিত একে অপরের সাহায্য করা। সমাজের সকল বিত্তবান ব্যক্তির উচিত এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

একজন জনপ্রতিনিধি হিসেবে আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু তাদের পাশে দাঁড়ানো কি শুধু আমারই দায়িত্ব। চলুন সবাই মিলে তাদের পাশে দাঁড়াই কারন এটা আমাদের কর্তব্য। আমি আমার নিজ দায়িত্বে দিন মজুরদের ঘরে ত্রাণ পাঠিয়ে দিয়েছি এবং আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।

এবং করোনাভাইরাস হতে সাবধান থাকা ও প্রতিরোধে সরকারের বিধি নিয়ম গুলো সবাইকে মেনে চালার জন্য আহবান করছি।