মৌলভীবাজারে খিদমাহর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৫ ২০১৯, ১২:৪৫

মুস্তাকিম আল মুনতাজ: “সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই প্রতিপদ্যোকে সামনে নিয়ে পথচলা খিদমাহ ব্লাড ব্যাংক মৌলভীবাজার জেলার আয়োজনে জামেয়া রাহমানিয়া মৌলভীবাজারের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে।
খিদমাহ’র জেলা শাখার তত্ত্বাবধায়ক মাওলানা যুবায়ের ইব্রাহীমের সভাপতিত্বে এবং জেলা পরিচালক মুস্তাকিম আল মুনতাজ ও জুবায়ের আহমদ জুবেলের পরিচালনায় ক্যাম্পিং-এর উদ্ভোধন করেন, জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা জামিল আহমদ আনসারী সাহেব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাহমানিয়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি রুহুল আমীন সাহেব, সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হাই, খিদমাহ ব্লাড ব্যাংক’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ইসহাক, খিদমাহ ব্লাড ব্যাংক বাহুবল উপজেলা পরিচালক মাহফুজুর রহমান রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন খিদমাহ জেলা শাখার নির্বাহী সদস্য মনিরুল ইসলাম জহির, মোঃ আব্দুল মকিত, মুজাহিদুল ইসলাম, হাসান মাহমুদ, ফজলুল হক মুন্না, আব্দুল্লাহ বিন নূর, কাশ্মীর আহমদ খিদমাহ জেলা শাখার সদস্য হাফিজ মাওলানা শাহ মাহমুদুর রশীদ, জনপ্রিয় নাশিদশিল্পী শেখ এনাম।
উক্ত ক্যাম্পিং-এ শতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এবং প্রায় ৪০জন লোক মানবসেবায় সেচ্ছায় রক্তদানে অঙ্গীকারবদ্ধ হয়ে খিদমাহর সদস্য ফরম করেন।