মৌলভীবাজারে আবাবিল সাংস্কৃতিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৫ ২০১৯, ১৩:৪৯

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারে আবাবিল সাংস্কৃতিক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। আবাবিল সাংস্কৃতিক ফোরাম’র সভপতি লুৎফুর রহমান শিপন’র সভাপতিত্বে ও পরিচালক শাহ মিসবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জামেয়া রাহমানিয়া মাদরসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জামিল আহমদ আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাংবাদিক ও কলামিস্ট প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া এবং মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আশিকুর রহমান।

ইফতার মাহফিলপূর্ব বক্তৃতায় বক্তারা বলেন-ইসলামের সুমহান আদর্শ ও সংস্কৃতি প্রচার ও প্রকাশে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলামি সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে মানবজাতির মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে। নিজেদের ইসলামী কর্মকাÐে বেশি করে যুক্ত করতে হবে। ইসলামী সংস্কৃতি ইসলাম ধর্মেরই অংশ উল্লেখ করে তারা বলেন, সংস্কৃতি মানুষের মনকে পরিশীলিত করে, ধর্মে প্রতি অনুরাগ বাড়ায়। বক্তারা সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ দূর করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাবিল সাংস্কৃতিক ফোরামের সংগিত পরিচালক ছড়াকার হাসান মাহমুদ, আবাবিলের সহ শিশুকিশোর পরিচালক ফেদাউর রহমান ইকরাম, মিডিয়া পরিচালক আবু সাঈদ হাসান, প্রচার সম্পাদক আব্দুল মুমিন তানজিল, ফাহিম আহমদ, মতিউর রাহমান এনাম, রায়হান রিয়াদ এবং তাহমিদ প্রমুখ।