মৌলভীবাজারের পর এবার হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৭ ২০২২, ১৯:০৪
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন থেকে হবিগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।
এর আগে বিভিন্ন দাবিতে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
জেলা মোটরমালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী জানান, হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে বাস চলাচলের ক্ষেত্রে নবীগঞ্জ প্রশাসন বাধা প্রদান করছে। যানজটের অজুহাতে সরকার নির্ধারিত স্থান ছালামতপুরে বাস নিয়ে যেতে দিচ্ছে না প্রশাসন। এ ছাড়া সড়কে অবৈধ যানবাহনের কারণেও বাসগুলো বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। তাই শুক্রবার সকাল থেকে জেলা মোটরমালিক গ্রুপের আওতাধীন সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।