মৌলভীবাজারের জুড়ীতে ব্রিজ ভেঙে সড়কে যানচলাচল বিচ্ছিন্ন
একুশে জার্নাল
জুন ২৭ ২০২০, ২২:৪৭

এম. এম আতিকুর রহমান: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কাপনা পাহাড় সড়কের ব্রিজ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নির্মাণাধীন ব্রিজের ডাইভার্সনের বেইলি ব্রিজটি গত রাতে এক্সরভেটর বাহী ট্রাক পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের ফলে ভেঙে পড়ে। এজন্য সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
সবাই বিকল্প সড়ক ব্যবহার করছেন। এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন- অতিরিক্ত ওজনের কারনে এটি ভেঙ্গে পড়েছে। তবে, দ্রুত সড়কটিতে যানবাহন পুনারায় চালুর জন্য কাজ করা হচ্ছে।
পাহাড় প্রাইমারি স্কুলের পাশে বেলী ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় রাত অনুমান ১০.৩০ ঘটিকায় সময় এ ট্রাকটি উল্টে যায়। যার নম্বর ঢাকা মেট্রো – শ ১৪-০০৯৪। এ ব্যাপারে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে ।