মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ আটক ১
একুশে জার্নাল ডটকম
জুন ০৫ ২০২০, ২৩:৩৫

এম.এম আতিকুর রহমান, বড়লেখা-জুড়ী প্রতিনিধি;
মৌলভীবাজারের জুড়ীতে গতকাল গভীর রাতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে জুড়ী থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে
উপজেলার বড়ধামাই এলাকার সামিয়া ভেরাইটিজ ষ্টোর এর সম্মুখ থেকে রাহাত খান (৩৪) নামক একজনকে ইয়াবাসহ আটক করে। তার গ্রামের বাড়ি নড়াইল জেলা সদর আলাদাপুর। সে বর্তমানে উপজেলার জাংগিরায়ের ডাঃ সুমির বাড়ীর সংলগ্ন ভাড়াটিয়া।
জুড়ী থানা চৌকস অফিসার এসআই মোঃ জাহাঙ্গীর আলম সংগীয় ফোর্স নিয়ে সুকৌশলে তাকে আটক করে। থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে রাতেই একটি মামলা দায়ের করেছেন নং ০৩ তাং ০৪/০৬/২০২০।
আজ যথাযথ সুরক্ষা সামগ্রীসহকারে থানা পুলিশ তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
জুড়ী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জুড়ী থানা পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ১০ পিছ ইয়াবাসহ তাকে আটক করে আজ কোর্টে চালান করা হয়েছে।