মৌলভীবাজারের জুড়ীতে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১৬ ২০২২, ১৮:১১
জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়া বাজার আহমদীয়া ফাজিল মাদ্রাসায় হাজী সুয়াইব আলী পরিবারের অর্থায়নে এবং আদর্শ দরিদ্র তহবিলের আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইনে ছিলো রোগীদের উপচেপড়া ভিড়। ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইনে ৫৫০ জনকে সেবা দেন চিকিৎসকরা।
এছাড়াও ৪০ জন রোগীকে ফ্রি ছানি অপারেশনের জন্য মৌলভীবাজার চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা নিতে আসা হাজী ওয়ারিস আলী কুটু বলেন, ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পেয়ে রোগীদের অনেক উপকার হয়েছে। আয়োজকদের অনেক ধন্যবাদ।
আয়োজকরা বলেন, ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইনে রোগীদেরকে চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। আগামীতে এ রকম ক্যাম্পেইন অব্যাহত থাকবে।