মৌলভীবাজারের জুড়ীতে করোনায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২১ ২০২১, ১৭:৩৯

জহিরুল ইসলাম সরকার (মৌলভীবাজার) জুড়ী প্রতিনিধি:  মৌলভীবাজারের জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের (টেক্সাস ইউএসএ) পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) দুপুরে চৌমোহনাস্থ দুপ্রক সভাপতির বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম তারা মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, দুর্নীতি প্রতিরোধ কমিটি পশ্চিমজুড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাজী আমজাদ হোসেন, উপজেলা চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, নজরুল ইসলাম, বদরুল ইসলাম, মৃদুল কান্তি ঘোষ প্রমুখ।

খাদ্যের প্রতিটি প্যাকেটে ছিল চাউল, ডাল, তেল, লবণ ও পেঁয়াজ।