মৌকারা পীর সাহেবের সাথে হাতপাখা প্রার্থীর সৌজন্য সাক্ষাত
একুশে জার্নাল
ডিসেম্বর ২১ ২০১৮, ০৬:১৩
শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধিঃ দক্ষিণ কুমিল্লার প্রাচীনতম দরবার মৌকারা দরবার শরীফের পীর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাত করেন হাতপাখা প্রার্থী মাওলানা সৈয়দ জামাল উদ্দিন সাহেব।
২১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় মৌকারা দরবারে উপস্থিত হয়ে মৌকারার মরহুম পীর শাহছুফি ওলীউল্লাহ (রহ:)’র কবর জেয়ারত করেন কুমিল্লা-১০ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা সৈয়দ জামাল উদ্দিন সাহেব।
পরে বর্তমান পীর মাওলানা নেছার উদ্দিন ওলিউল্লাহীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এবং দেশ জাতি ও ইসলামের খেদমত করার লক্ষ্যে হাতপাখার পক্ষে দোয়া কামনা করেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।