তা লে বা ন সরকারের নেতৃত্বে মোল্লা আবদুল গণি বারাদার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৩ ২০২১, ২১:১৬

ক্ষমতা হারানোর একুশ বছর পর আফগানিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। ধর্মীয় সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা এবং উপনেতা মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বে নতুন এই সরকার গঠিত হচ্ছে বলে তালেবানের তিনটি সূত্র নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বারাদারের সঙ্গে তালেবান সরকারের শীর্ষ পদে মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইকে দেখা যাবে।

মার্কিন বাহিনীর হাতে তালেবানের পরাস্ত হওয়ার পর গত ২০ বছর দেশছাড়া থাকা বারাদার মোল্লা ওমরের সঙ্গে তালেবানের প্রতিষ্ঠা করেন। গত ১৫ আগস্ট তালেবানরা রাজধানী কাবুল দখলের দুদিন পর দেশে ফিরেন বারাদার। বর্তমানে তালেবানের এই উপনেতা সংগঠনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০১০ সালে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন মোল্লা বারাদার। ২০১৮ সালে আমেরিকা আফগানিস্তান ত্যাগের প্রচেষ্টা জোরদার করলে তাকে ছেড়ে দেয় পাকিস্তান। এরপর তিনি তালেবানের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নেন।

২০২০ সালের মার্চে কাতারে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বারাদারের টেলিফোনে কথা হয়। তখন ট্রাম্প মোল্লা বারাদারের সঙ্গে তার সম্পর্কও খুব ভালো বলে মন্তব্য করে তালেবান সহিংসতা পরিহার করতে চায় বলে জানিয়েছিলেন।

মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার তোড়জোড়ের মধ্যে গত জুলাই মাসে চীনের তিয়ানজিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেস বারাদার। চীনের সঙ্গে নতুন তালেবান সরকারের সম্পর্ক ভালো হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে তালেবান ঘনিষ্ঠ একটি সূত্র মতে, নানা জল্পনার পর শেষ পর্যন্ত তালেবান কেবল নিজেদের লোক নিয়েই নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সরকারে ২৫টি মন্ত্রণালয় ও ১২ সদস্যের একটি শুরা কাউন্সিলও থাকছে।

তালেবানের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা দ্রুত গঠিত হবে জানালেও ঠিক কখন এটি চূড়ান্ত হবে তা নিশ্চিত করতে পারেননি সূত্র। তবে খবর এসেছে শুক্রবারই মন্ত্রিসভা চূড়ান্ত করতে পারে তালেবান। তবে কোন মন্ত্রণালয় কাকে দেওয়া হবে তা ঠিক করতে আগামী সপ্তাহ হয়ে যেতে পারে।