মোদির আগমন ঠেকাতে আল্লামা নূর হুসাইন কাসেমীর ঘোষনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২০, ১৭:১০

মোঃ সাখাওয়াত হোসেন: ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেইটে এক আলোচনা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশের অন্যতম সিনিয়র আলেম আল্লামা নূর হুসাইন কাসেমী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন।

ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম সিনিয়র আলেম জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হুসাইন কাসেমী।

রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে শুরু হওয়া এক বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফ মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।