মোদিকে আরব আমিরাতের “অর্ডার অব জায়েদ” প্রদানে ক্ষোভ জানিয়ে মুফতি তাকি উসমানির টুইট
একুশে জার্নাল
আগস্ট ২৫ ২০১৯, ২২:১৮
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান “অর্ডার অব জায়েদ” প্রদানের প্রতি ক্ষোভ জানিয়ে শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি টুইটারে একটি বার্তা প্রকাশ করেছেন।
সেই টুইটে তিনি লেখেন-
“হায় আফেসোস! যেই খুনী হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, যেই আগ্রাসী মুসলমানদের ভূখণ্ড ছিনিয়ে নিয়ে গোটা কাম্মীরকে জনগণের জন্যে কারাগারে পরিণত করেছে, যেই লোকটির কারণে কাশ্মীরে মুসলমানদের সবচেয়ে বড় গণহত্যা ঘটতে চলেছে, সেই ব্যক্তিকেই কিনা এক আরব মুসলিমদেশ সর্বোচ্চ সম্মাননা পদক পরিয়ে দিচ্ছে! এর চেয়ে বড় লজ্জা, অপমান ও লাঞ্ছনা কী আছে!”
আজ ২৫ আগস্ট সোমবার দুপুর ১ টা ২২ মিনিটে উক্ত টুইট বার্তাটি পোস্ট করেন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, পাকিস্তান শরিয়া আদালতের সাবেক বিচারপতি আল্লামা তাকী উসমানী ।


