মোটর সাইকেল এক্সিডেন্টে একুশে জার্নালের রিপোর্টার গুরুতর আহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২০, ০০:৩১

হারুন – অর – রশিদ, ব্রাহ্মণবাড়িয়া: মটর সাইকেল এক্সিডেন্টে ব্রাহ্মণবাড়িয়ার একুশে জার্নালের রিপোর্টার প্রদীপ কুমার দেবনাথ গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আজ বিকেল ৪ ঘটিকায় মাধবপুর থেকে আসার পথে আদাবর গ্রাম সংলগ্ন একটি স্থানে সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। দুর্ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হুশ ফিরে পেয়েছেন।

উল্লেখ্য, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়ায় সংবাদদাতা ও কলামিস্ট হিসেবে কর্তব্যরত। তার পরিবার পরিজন তার এই দুর্ঘটনা হতে দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।