মেয়েকে ধর্ষণের অভিযোগে মা-বাবা গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২০ ২০২০, ১৯:৫২

মোঃ উজ্জ্বল (নিজস্ব) প্রতিনিধি: ভারতে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠলো বাবা-মায়ের রিরুদ্ধে। একবার নয়, বারংবার। আরো অভিযোগ, ধর্ষণের ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়। ভয় দেখানো হয়। এই অভিযোগে বাবা- মাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের খাস কলকাতার বালিগঞ্জে।

বালিগঞ্জের পদ্নাপুকুরের বাসিন্দা (৩০) বছরের নির্যাতিতা যুবতীর অভিযোগ, বাড়ির লোকেরা তাকে দেহ ব্যবসায় নামায়। জোর করে তাকে বাধ্য করে দেহ ব্যবসা করতে। ২০১৫ সাল থেকে চলছে। শহরের একের পর এক হোটেলে তাকে নিয়ে যান বাবা, মা। সেখানে তাকে ধর্ষণ করা হয়।