মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের শোক
একুশে জার্নাল
মে ৩১ ২০১৮, ২৩:২৪
আব্দুস সালাম,সিলেট: পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাষ্টার নুরুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম।
প্রদত্ত এক শোক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মেয়র সিরাজুল জব্বার চৌধুরী আজ (৩১ মে, বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর গ্রামের মরহুম আব্দুল জব্বার চৌধুরীর পুত্র সিরাজুল জব্বার চৌধুরী ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্টিত গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক।