মেস ভাড়া নিয়ে বিপাকে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৭ ২০২০, ২১:২৬

সজীব চন্দ্র দাশ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন ও ময়মনসিংহ শহরের বিভিন্ন মেসে থেকে তাদের শিক্ষা কার্যক্রম অতিবাহিত করেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম বলেন আমি ক্যাম্পাস সংলগ্ন একটি মেসে থাকি। এজন্য আমাকে প্রতি মাসে ১৫০০ টাকা শুধু সিট ভাড়া বাবদ দিতে হয়।

করোনাকালে ক্যাম্পাস ছুটি থাকায় গত মার্চ মাসের ভাড়া পরিশোধ করলেও এপ্রিল-মে মাসের ভাড়া এখনো পরিশোধ করতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে মেস ভাড়া পরিশোধ করা তার পক্ষে যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’র মতোই অবস্থা।

মাহমুদুল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই আমি টিউশন করিয়ে নিজের এবং মেস খরচ চালাই। আমাকে যদি গতমাসের মতো এই মাসেরও মেস ভাড়া পরিশোধ করতে হয় সেটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক কষ্টের হবে। আবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন যদি সবগুলো টাকা একসাথে পরিশোধ করতে হয় তাহলে সেটা পরিবারের ওপর একরকমের নির্যাতন করা হবে।

তিনি বলেন, আমার টিউশনি বন্ধ, আবার ত্রিশালে ফিরেই যে টিউশন পাবো কিংবা টাকা সংগ্রহ করতে পারবো এটাও নিশ্চিত নই। অন্যদিকে করোনার কারণে পরিবারের আয়ও বন্ধ প্রায়। এখন করোনার সময়ের ভাড়া মওকুফ না করলে আমাদের চরম সংকটে পড়তে হবে।

মেসে থেকে পড়াশোনা করেন এমন প্রায় ২০ জন বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই অবস্থা শুধু মাহমুদুলের একার নয়, মেসে থাকা প্রায় অধিকাংশ শিক্ষার্থীর। এসময় তারা করোনার সময়টুকুতে মেস ভাড়া মওকুফের দাবি জানান।

উল্লেখ্য, মেস মালিকদের প্রতি মেস ভাড়া মওকুফের আহ্বান জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।