“মেধার বিকাশ ঘটানোর জায়গা জাতীয় লেখক পরিষদ”
একুশে জার্নাল
অক্টোবর ১৮ ২০১৯, ২২:১৬
মেধার বিকাশ ঘটানোর জায়গা জাতীয় লেখক পরিষদ -কুমিল্লায় জাতীয় লেখক পরিষদের প্রস্ততিমূলক সভায় বক্তারা
আজ বিকাল ৫ টায় জাতীয় লেখক পরিষদ এর কুমিল্লা জেলার প্রস্তুতিমূলক সভা কুমিল্লার গৌরীপুর জামিআ হোসাইনিয়া দারুল উলুম মাদরাসায় মাওলানা নজীর আহমদ কাসেমীর সভাপতিত্বে ও মুফতী মুহসিন উদ্দিন বেলালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট লেখক, গবেষক ও নুরবিডিডটকমের সম্পাদক অধ্যাপক ডা.মাওলানা সৈয়দ শামছুল হুদা।
অন্যান্যদের মধ্যে জাতীয় লেখক পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন মাওলানা জাহিদুল ইসলাম আতিক, প্রতিষ্ঠাতা ও পরিচালক -দারুল ইহসান মডেল মাদরাসা গৌরীপুর কুমিল্লা; মাওলানা ইজহারুল ইসলাম
প্রোপ্রাইটর, মদীনা থাই গৌরীপুর বাজার; মুফতী রবিউল ইসলাম, সহকারী শিক্ষক -মজিদপুর মাদরাসা তিতাস কুমিল্লা; জনাব গোলাম শাফি সারোয়ার, বিশিষ্ট ডিজাইনার দৈয়াপাড়া; মুফতী হাসান মাহমুদ, সহকারী শিক্ষক, দারুল ইহসান মডেল মাদরাসা; মাওলানা আবু তাহের, সিনিয়র শিক্ষক লক্ষিপুর মাদ্রাসা, মাওলানা আতাউর রহমান শিবপুরী, প্রতিষ্ঠাতা-আল মাজেদা মাদরাসা, মাওলানা ইউনুস আহমদ.লক্ষিপুর,মাওলানা আবুল বাশার,প্রিন্সিপাল. খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা ও শিল্পী হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি তার আলোচনায় জাতীয় লেখক পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
উপস্থিত সকলেই মেধা বিকাশের জন্য এ রকম একটি সংগঠনের প্রত্যাশায় ছিলেন বলে আশা
প্রকাশ করেন এবং সকলের মতামতের ভিত্তিতে জেলার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাওলানা নজীর আহমদ কাসেমীকে আহ্বায়ক
ও মুফতী মুহসীন উদ্দীন বেলালীকে
সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বলা হয় আগামী দু মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার প্রত্যয়ে এই কমিটি কাজ করবে।