মেজর সিনহা হত্যার স্পর্শকাতর মামলার নিরপেক্ষ তদন্ত করবে Rab

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ০৮ ২০২০, ০১:৪৬

স্টাফ করেসপন্ডেন্ট: 

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ হত্যা মামলায় ওসি প্রদীপসহ সাত আসামিকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এমনটা দাবি করেছে র‌্যাব। বাকি দু’জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি অনেক স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর। আদালতের নির্দেশে র‌্যাব এই মামলার দায়িত্বভার গ্রহণ করেছে। তাই সব ধরনের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে মামলাটির তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‌্যাবে মুখপাত্র লে.কর্নেল আশিক বিল্লাহ।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে.কর্ণেল আশিক বিল্লাহ বলেন, ওসি প্রদীপসহ সাত আসামিকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। খুব শীঘ্রই তাদের রিমান্ডে নিয়ে র‌্যাব জিজ্ঞাসাবাদ করবে।
তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী র‌্যাব এটা তদন্তের দায়িত্ব পেয়েছে। সেই মোতাবেক আদালত সাত আসামিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে র‌্যাব এই মামলার দায়িত্বভার গ্রহণ করেছে। কোনো প্রকার প্রভাব ছাড়াই র‌্যাব নিরপেক্ষভাবে মামলাটি তদন্ত এবং এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, মোট নয়জন এজাহারভুক্ত আসামির মধ্যে সাতজন আত্মসমর্পণ করেছেন। বাকি দু’জন আসামির বিষয়ে আমরা তদন্ত করছি। তাদের বিষয়ে আমরা যাচাই-বাছাই করছি। এই মামলায় নির্ধারিত কোনো সময়সীমা নেই। তবে সাত দিনের মধ্যে টেকনাফ থানাকে এই মামলার দায়িত্বভার কক্সবাজার ব্যাটেলিয়নকে (র‌্যাব-১৫) বুঝিয়ে দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে পুলিশি পাহারায় কক্সবাজার আদালতে যান ওসি প্রদীপ কুমার দাস। তার আগেই সেখানে পৌঁছান আরও ছয় আসামি। ওই দিন বিকেলে মেজর (অব.) সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে আবার আদালত বসে তিন জনকে ৭ দিনের রিমান্ড এবং চার জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। ঘটনাটি দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করে।