মেঘনায় ফের দুই লঞ্চের সংষর্ঘ
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ১৭ ২০২০, ১২:৫৪
চাঁদপুরের মেঘনা নদীতে ৫ দিনের ব্যবধানে ফের দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী মেঘনা নদীতে এমভি প্রিন্স আওলাদ-৪ ও এমভি টিপু-১২ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতরা সবাই এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের যাত্রী।
জানা গেছে, বরিশালের হিজলা থেকে রাত ৮টায় এমভি প্রিন্স আওলাদ-৪ ও পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি টিপু-১২ লঞ্চের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
এমভি টিপু-১২ লঞ্চের সুপারভাইজার লিটু দাস জানান, এমভি টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় তা মেরামত করা হচ্ছিল, বিপরীত দিক থেকে এমভি আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় সংঘর্ষ ঘটে।
এর আগে, গত রোববার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা ও তার এক শিশুসন্তান নিহত হন। এতে আহত হন আরও আট যাত্রী।