মেখল মাদরাসার মাওলানা উসমান ফয়জী অসুস্থ: সকলের দোয়া কামনা
একুশে জার্নাল
অক্টোবর ২৫ ২০১৮, ১০:৩৭
হাবীব আনওয়ার: ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ (মেখল)মাদরাসার শিক্ষাসচিব, মুফতী আজম ফয়জুল্লাহ রহ. এর সুযোগ্য নাতি মাওলানা উসমান ফয়জী গুরতর অসুস্থ! গত ২০ অক্টোবর রাত থেকে হালকা জ্বর ও বাম হতে ব্যথা অনুভব করেন।পরদিন ২২ অক্টোবর হঠাৎ, জ্বর,ব্যথা ও ডায়াবেটিস বেড়ে গেলে মাদরাসা থেকে বাড়িতে চলে যান। বর্তমানে তিনি নিজ বাসায় বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন৷
হযরতের বড় ছেলে হাফেজ ইখলাস ফয়জী জানান, ষাট উর্ধো বয়োবৃদ্ধ আলেম মাওলানা উসমান ফয়জী দীর্ঘদিন যাবত ডায়াবেটিাসহ নানান অসুস্থতায় ভুগছেন৷
আজ সকালে এই প্রতিবেদক হযরতকে দেখতে তার বাসায় গিয়ে দেখেন, এখন আগের চেয়ে সুস্থতা অনুভব করছেন।
হযরতের খাদেম শাহাদত জানান, আজ সকাল ১১টার সময় এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গিয়াস আল মামুনের কাছে নিয়ে যাওয়া হলে ডা. বলেন যে, এখন সব কিছু সাভাবিক রয়েছে।ভয়ের কোন কারণ নেই!
এদিকে প্রিয় উস্তাদের দ্রুত রোগ মুক্তির জন্য মাদরাসা ক্যাম্পাসে ছাত্ররা কুরআন খতম, খতমে শেফা, খতমে ইউনুস আ., নফল রোজাসহ বিভিন্ন আমল করছেন বলে জানিয়েছেন, মেখল মাদরাসার জামাতে শরহে জামির জিম্মাদার ওয়ালী উল্লাহ।
হযরতের, পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর ছাত্রবৃন্দ, শুভানুধ্যায়ী ও দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী ও হযরতের বড় ছেলে হাফেজ ইখলাস ফয়জী!