মেখল এশাতুস সুন্নাহ মাদরাসার বার্ষিক মাহফিল আজ
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১৫ ২০১৯, ০৪:৫৪

হাবীব আনওয়ার
চট্টগ্রাম হাটহাজারী থানার অন্তর্গত, দক্ষিণপূর্ব মেখল গণীব্রীজ সংলগ্ন দুই যুগের দ্বারপ্রান্তে উত্তর চট্টলার সর্বপ্রথম সফল নুরানী মাদরাসা এশায়াতুস সুন্নাহ তাহফীজুল কুরআন ও ফাতিমাতুয যাহরা রাদি.মহিলা মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারী বাদ ফরজ থেকে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে ৷
ইতোমধ্যে মাহফিল পূর্ব যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ইনসাফকে জানিয়ে মাদরাসার সহযোগী পরিচালক মাওলানা আহমদ বিন আলী ৷
মাহফিলে আলোচনা পেশ করবেন,মেখল মাদরাসার প্রধাম মুফতী, আলহাজ্ব মুফতী ইবরাহীম খান, মেখল মাদরাসার মহাপরিচালক মাওলানা নোমান ফয়জী,মুফতী হারুন ইজহার চৌধুরী,মুফতী মাহমুদ হাসান বাবুনগরী,মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা মুফতী আনিছুর রহমান ঢাকা, মাওলানা তাফাজ্জ্বল হক, মাওলানা আনিছুর রহমান মেখল, মাওলানা আনোয়ার শাহ আল-আযহারী, মুফতী রাশেদ প্রমূখ ৷
মাহফিলে ২০১৮ -১৯ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত (বিশেস সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে ৷
মাহফিল সফল করার জন্য স্ব-বান্ধব উপস্তিতি কামনা করেছে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মেখল মাদরাসার সিনিয়র মুফতী, হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ আলী কাসেমী ৷