মেখল ইউনিয়নে বটগাছ প্রতীক নিয়ে মাও.মীর ইদরিসের গণ সংযোগ
একুশে জার্নাল
ডিসেম্বর ১৯ ২০১৮, ১৫:৫৫
আগমী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৫(হাটহাজারী, দক্ষিণ পাহাড়তলী-জালালাবাদ) খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা মীর ইদরিস বট গাছ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আজ বাদ যোহর মুফতী আজম ফয়জুল্লাহ রহ. এর কবর জিয়ারত ও মেখল মাদরাসার মহা পরিচালক আল্লামা নোমান ফয়জী’র সাথে সাক্ষাতের মাধ্যমে মেখল ইউনিয়নে গণ-সংযোগ শুরু করেন।
এসময় মাওলানা মীর ইদরিস সন্ত্রাস,দূর্নীতি ও মাদকমুক্ত হাটহাজারী গড়ার পাশাপাশি হেফাজত ইসলাম বাংলাদেশের ঘোঘিত ১৩ দফা বাস্তবায়নে জাতীয় সংসদে ভূমিকা রাখবেন বলে কথা দেন।
উল্লেখ্য: এই আসনে আ’লীগ থেকে বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ লাঙ্গল ও ঐক্য ফ্রান্ট থেকে কল্যাণ পার্টির কর্নেল ইব্রাহিম ধানের শীষ প্রতিকে নির্বাচন করছেন। এছাড়াও আরো সতন্ত্র প্রার্থীও রয়েছে।