মৃত্যুশয্যায় অভাবী মা : ৪০ হাজার দিরহাম জিতলেন প্রবাসী ছেলে

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২২ ২০১৯, ১০:৪৯

মাহমুদ আল হাসান আকাশ আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী একজন বাংলাদেশী ৷ নাম তার মোহাম্মদ হোসেন ৷ বয়স ৪০ ৷ পেশায় নিরাপত্তা কর্মী। তার মায়ের অসুস্থতার কথা ভেবে রাতে ঘুম হয় না তার। মায়ের ব্রেইন স্টোক হয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কিন্তু ছেলে মুহাম্মদ হোসেনের মাসিক বেতন মাত্র ১২০০ দিরহাম। তার মাকে কোন প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য অর্থ দিতে পারছিল না।

এমতাবস্থায় মোহাম্মদ হোসেন তার নিজের জন্য একটি জ্যাকেট কিনতে দুবাই শপিং মলে যান ৷ সেখান থেকে একটি জ্যাকেট কিনে তিনি র্যাফেল ড্র-তে 40,000 দিরহাম জিতে যান। মায়ের চিকিৎসা বাবদ অর্থের যোগান না দিতে পারার মত অভাবের সময়ে এমন র্যাফেল ড্র জিতে তিনি যার পর নাই খুশি এবং রবের প্রতি কৃতজ্ঞ ৷

ড্র জেতার পর তার ভাষ্য ছিল এমন- “আমার মা এক মাস ধরে ICU রয়েছেন। তাকে একটি ভালো প্রাইভেট হাসপাতালে ভর্তি করার জন্য আমার যথেষ্ট পরিমাণ অর্থ ছিল না, আমি মিসেস গ্রুপের দুবাই শপিং মলস গ্রুপ থেকে 40,000 দিরহাম জিতেছি। সত্যিই আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমার এই কঠিন বিপদের সময় এমন সাহায্য আল্লাহর কুদরত ছাড়া সম্ভব না। আমার ভাই চট্টগ্রামে আছে ৷ তাকে বলেছি আমার মায়ের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবার ব্যবস্থা করতে ৷ এতে যত টাকা খরচ হয় সব আমি দেব ৷ আমি আমার মায়ের জন্য এখানে বসে এর চেয়ে বেশি আর কীই বা করতে পারি!”