মৃত্যুদণ্ডের আইন করলেও ধর্ষণ বন্ধ হবে না: গয়েশ্বর
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১২ ২০২০, ১৭:৩৪

মৃত্যুদণ্ডের আইন করলেও ধর্ষণ বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ধর্ষণসহ নারী নির্যাতন বন্ধে আইনের শাসন প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে জাসাসের আলোচনা সভায় গয়েশ্বর বলেন, ‘সারা দেশে যেভাবে মানুষ সামাজিক এই ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাতে গণআন্দোলণের আভাস পাওয়া যাচ্ছে।’ ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় অনুমোদনের সমালোচনা করেন তিনি।
বিএনপি নেতা বলেন, ‘দেশে অনেক অপরাধের সর্বোচ্চ সাজা ফাঁসি থাকলেও অপরাধ কমেনি। তাই এই আইন করেও ধর্ষণ কমানো যাবে না। এর জন্য প্রয়োজন বিদ্যমান আইনের সুষ্ঠু প্রয়োগ।’