মূসা আল হাফিজের কবিতা ‘আত্মহত্যা’
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০৩ ২০২২, ২২:৫৫
আত্মহত্যা
মুসা আল হাফিজ
সাময়িক সমস্যায় পড়ে
অনন্তকালের সমস্যাকে
তারা সমাধান মনে করলো!
•
তারা ক্ষুদ্র ক্ষুদ্র কষ্টের সাথে যুদ্ধে
বিরত্ব তালাশ করলো নিজেকে হত্যায়
যার চেয়ে নিম্নগামী পলায়ন নেই!
•
তারা জানে না, হত্যার শিকার হলেও
মানুষ মরে না
মানুষ চিরকালের জন্য মরে যায়
কেবল আত্মহত্যার পথে!
•
নিজেকে যে হত্যা করেছে, তার লজ্জিত
কবরকে প্রশ্ন করো –
সে কি পেয়েছে ব্যথার অবসান ?
•
কী বলবে কবর?
তার মাতৃভাষা কেবলই রোদন!
•
শুধু শুধু বুক থেকে
অনর্গল হাহাকার ঝরিয়ে
সে বলতে পারবে –
নিজেকে হত্যা কোনো
বেদনার শেষ ছিলো না-
প্রকৃত বেদনার শুরু ও বিস্তার!