মুহিদুর রাহমান লালের মৃত্যুতে যুক্তরাজ্য যুবলীগের শোক প্রকাশ
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০৪ ২০২০, ০২:৩২
একুশে জার্নাল লন্ডন:
প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি জনাব মুহিদুর রহমান লালের মৃত্যুতে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খাঁন এক বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছেন ।
মুহিদুর রহমান লাল গতকাল লন্ডনের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সদস্য, ব্রাইট ফিউচার এর চেয়ারম্যান, লন্ডন মহানগর আওয়ামীলীগের অর্থ সম্পাদক এবং গোয়ালা বাজার মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। তারা তাঁর অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাজ্ঞাপন করেছেন।
#মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ যোহর ১২:৪৫ ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাজ্য যুবলীগ ও শাখা সংগঠনের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন তারা ।