মুসাফার ব্যাখ্যা দিলেন আল্লামা শফী

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৭ ২০১৮, ১৪:৪৬

 

হাবীব আনওয়ার

আমি গত ৪ নভেম্বর শুকরিয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সাথে মুসাফা করিনি।আমি তাকে চিয়ারে বসার জন্য ইশারা করেছি।তখনি উনি আমার হাত ধরেছেন।আমার ইচ্ছেতে নয়!
আর ওটাকে মুসাফা বলে না।যারা বলে আমি মুসাফা করেছি তারা মিথ্যা বলেছে।তারা মুসাফা কাকে বলে এটাই জানে না।

আজ ৭ ই ডিসেম্বর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামলূক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় ও আল্লামা আহমাদ শফি সেবা সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত তিনদিন ব্যাপি তাফসিরুল কুরআন ও কেরাত মাহফিলের সমাপনি দিনে প্রধান অতিথির আলোচনায় হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমাদ শফি এসব কথা বলেন।

আমিরে হেফাজত আরো বলেন, যাদের সনদের দরকার নেই, তারা নিবেন না।সমালোচনা কেন করেন? আপনি সরকারের সকল সুবিধা ভোগ করেন।আর আমরা সনদ নিলে সমস্যা কেন?

আল্লামা আহমাদ শফি বলেন, যারা বলে আমরা দরুদ পড়ি না। তারা মিথ্যুক। দাঁড়িয়ে-দাঁড়িয়ে কেয়াম করার নাম দরুদ নয়।আমরা পাঁচ ওয়াক্ত নামাযে দরুদ পড়ি।হাদীসের দরসে অসংখ্যবার দরুদ পড়ি।তাদের থেকে আমরা বেশি দরুদ পড়ি।

আমিরে হেফাজত বলেন, সবসময় ওলামায়ে কেরামের সাথে থাকবেন।আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবেন।
এসময় আমিরে হেফাজত দেশ ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।