মুসলিম উম্মাহ এর প্রতি বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ঈদ শুভেচ্ছা
একুশে জার্নাল
জুন ০৫ ২০১৯, ০১:১৪
একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কমিউনিটির সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছায় তারা বলেন,ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও আনন্দ। ঈদের প্রেরণা নিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে বিশ্বব্যাপী তাগুতী শক্তির সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে হিংসা বিদ্বেষ ছেড়ে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক কে আরো মজবুত ও সংহত করতে হবে।নেতৃদ্বয় ঈদে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম না হয় সে বিষয়ে সকল মুসলমানকে সচেতন থেকে ঈদের সওয়াব ও আনন্দ উপভোগ করার আহ্বান জানান।