মুরাদনগরে আওয়ামী মনোনয়ন না পেয়ে বাপ-ছেলে স্বতন্ত্র প্রার্থী
একুশে জার্নাল
ডিসেম্বর ০১ ২০১৮, ০৫:০৫
শাহীন বিন শফিক, কুমিল্লাঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় চিঠি না পেয়ে কুমিল্লা-৩(মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবা-ছেলে।
বাবা কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আহসানুল আলম সরকার কিশোর।
জানা যায়, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ২০১৪ সালে আ’লীগের মনোনয়ন পেয়েছিলেন। পরবর্তীতে তা পরির্বতন করে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে। সে সময় বাবা জাহাঙ্গীর আলম সরকার নৌকা না পাওয়ায় সতন্ত্র প্রার্থী হন ছেলে আহসানুল আলম সরকার কিশোর। প্রতিদ্ব›িদ্বতা করেন আরেক সতন্ত্র প্রার্থী ও বর্তমানে আওয়ামীলীগের মনোনিত ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। সেই নির্বাচনে জয় পান ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা বলছেন, গত নির্বাচনের ন্যায় এবারও মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে না পাওয়ায় বাবা-ছেলে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কেউ কেউ মনে করছেন, আওয়ামীলীগের মনোনিত প্রার্থীকে চাপে রাখতেই বাবা-ছেলে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে মুখে অবশ্য এটি স্বীকার করেননি কেউই। তারা প্রত্যেকেই বলছেন, নিজেকে যোগ্য মনে করেই মনোনয়ন ফরম নিয়েছি।