মুরাদনগরে রাসুল (সা.)-এর ব্যঙ্গচিত্রের সমর্থনে ফেসবুক পোস্ট: গ্রেফতার ২
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০২ ২০২০, ২১:৩৭
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বাঙ্গরাবাজার থানার কোরবানপুর গ্রামের ‘সংকর দেবনাথ’ এবং ‘কিষান দেবনাথ কিষান’ নামের দুই ব্যক্তি মহানবী (স) কে ফ্রান্স সরকার কতৃক ব্যঙ্গচিত্রের সমর্থন এবং স্বাগতম জানিয়ে একটি পোষ্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে তোলপার। তাছাড়া রনি দেব নামে আরেকজনের বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় মুসলিম জনতার মাঝে গর্জে উড়ে চেতনা। এ নিয়ে ৩১শে অক্টোবর শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত কুরবানপুর বাজারে চলতে থাকে গনমিছিল। তারই প্রেক্ষিতে বাঙ্গরাবাজার থানা পুলিশ শংকর দেবনাথ কে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গ্রেপ্তার করেছে। আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রামের অনিক ভৌমিককে গ্রেফতার করে।
জানা যায় যে, সংকর দেবনাথ পেশায় একজন শিক্ষক। তিনি কুরবানপুর ব্লুবার্ড কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন ।অপর দিকে, কিষাণ দেবনাথ কিষাণ একজন ফ্রান্স প্রবাসী। বর্তমানে তিনি ফ্রান্সে বসবাস করছেন। তার জন্মস্থান কুরবানপুর গ্রামেই।