মুফতীয়ে আজম মুফতি রাফি উসমানী ইন্তেকাল করেছেন
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৮ ২০২২, ২৩:২৬

পাকিস্তানের মুফতিয়ে আযম মুফতি রাফি উসমানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (১৮ নভেম্বর) শুক্রবার স্থানীয় সময় ৯.২৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৬। মুফতি রাফি উসমানী ১৯৩৬ সালের ২১ জুলাই দেওবন্দে জন্মগ্রহণ করেন।
মুফতি রাফি উসমানি ছিলেন দারুল উলূম করাচির সদরে মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের পৃষ্ঠপোষক। তিনি মুফতি তাকি উসমানীর বড় ভাই এবং দারুল উলূম করাচির প্রতিষ্ঠাতা মুফতি শফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা।
মুফতি জুবায়ের বলেন, মুফতি রফি সারা বিশ্বে পাকিস্তানের পক্ষে লড়াই করতেন, তার মৃত্যু রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি। মুফতি রাফি উসমানীর মৃত্যু এত বড় ক্ষতি যা বর্ণনা করা যাবে না।
সূত্র : ডেইলি পাকিস্তান