মুফতি সালেহ আহমদের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১১ ২০১৯, ১৬:৩৬
ঈদের আনন্দ সকলের মাঝে পৌঁছে দিতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি,ইক্বরা বাংলা টিভির নিয়মিত উপস্থাপক ও আলোচক মাওলানা মুফতি ছালেহ আহমদ এর পরিবারের অভিভাবক লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আসাব মিয়া সাহেব এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ আগস্ট রবিবার জগন্নাথপুর উপজেলার মীরপুর,পাঠলী ইউনিয়ন সহ এলাকার প্রায় একহাজার গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি,লুঙ্গি সহ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি ছালেহ আহমদ এর সম্মানিত পিতা,ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন,যুব নেতা জালাল আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা মাছুম আহমদ,ইসলামী ছাত্র মজলিস নেতা হাফিজ তোফায়েল আহমদ মামুন,মাওলানা তারেক আহমদ সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ।



