মুফতি মর্তুজা হুসাইনের ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্যের শোক প্রকাশ
একুশে জার্নাল
এপ্রিল ০৯ ২০২০, ১৯:৩৯

জামেয়া দারুসসালাম খাসদবীর, জামেয়া মাদানিয়া কাজিরবাজার ও জামেয়া নূরিয়া ভার্থখলা সিলেটের সাবেক মুহাদ্দিস, বার্মিংহাম ওয়ালসাল শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত আল্লামা মুফতি মর্তুজা হুসাইন (কুলাউড়ী)। অদ্য ৯ই এপ্রিল ২০২০, সকাল ৬:৪০ ঘটিকায় ইউকের ওয়ালসল মেনর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম সহ ইউকের অন্যান্য মজলিস নেতৃবৃন্দ মাওলানা মুফতি মর্তুজা হুসাইনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় মুফতি মর্তুজা হুসাইন (রাহঃ) এর শোক সন্তপ্ত পরিবার পরিজন ও আত্মীয় স্বজন এবং দেশে বিদেশে অবস্থানরত ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, মুফতী মর্তুজা হুসাইন (রাহঃ) এর মৃত্যুতে দেশে বিদেশে ইসলামি অঙ্গনে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তাহা সহজে পুরন হওয়ার নয়। ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে উনার অবধান শ্রদ্ধার সাথে স্মরন রাখবে।
পরিশেষে নেতৃবৃন্দ, মুফতী মর্তুজা হুসাইন রাহঃ) এর দ্বীনি খেদমত ও তাঁর জীবনের সকল কার্যক্রম কে আল্লাহ কবুল করে তিনির জন্য জান্নাতুল ফেরদাউসে উচ্চ মকাম কামনা করেন।