মুফতি তাকি উসমানীর সাথে ইউকে জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ।

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১০ ২০১৮, ০০:৩৪

একুশে জার্নাল লন্ডন:চলতি সপ্তায় বিশ্ব বিখ্যাত আলেম ও ফেকাহ বিশেষজ্ঞ স্কলার, শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী লন্ডন সফরে রয়েছেন।৭ জুলাই শনিবার মুফতি তাকি উসমানী লন্ডনস্হ খতমে নবুওত সেন্টারে বিরাট খতমে নবুওত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।এতে লন্ডন ও বৃটেনের বরণ্য উলামায়ে কেরাম ও সুধীজন স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন ।গুরুত্বপূ্র্ণ ও দায়িত্বশীল এ সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম এর নেতৃত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দান করেন এবং নৈশভোজে আল্লামা মুফতি তাকি উসমানী সাহেবের সাথে বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।ইউকে জমিয়তের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, তাফসিরুল কোরআন বিষয়ক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ প্রমুখ।
এ সময় ইউকে জমিয়তের দায়িত্বশীল গন মুফতি তাকি উসমানী কে সম্প্রতি অনুষ্ঠিত শায়খুল হিন্দ কন্ফারেন্স সহ বিভিন্ন ইতিবাচক কার্যক্রম সম্পর্কে অবহিত করে তাঁর দোয়া কামনা করেন।মুফতি তাকি উসমানী সম্যক অবহিত হয়ে আনন্দ প্রকাশ করেন ও কামিয়াবীর জন দোয়া দেন।এ সময় জমিয়তে উলামা বৃটেনের সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতি আসলাম ও উপস্তিত ছিলেন।