মুফতি আব্দুর রহমানকে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সম্মাননা ক্রেস্ট প্রদান
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৬ ২০১৯, ১৭:৪৫
দীর্ঘ বার বছর ধারাবাহিক ভাবে সমগ্র পবিত্র কুরআনের তাফসির সম্পন্ন ও ছয় বছরে দারসে ইফতার সমাপনী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা,এশায়াতুল ইসলাম ফোর্ড স্কোয়ার মাদ্রাসার শায়খুল হাদীস,ম্যানর পার্ক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান(দা:বা:)কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।
প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী,হাকিম আখতার সাহেব রাহঃ এর বিশিষ্ট খলিফা ও বৃটেনে শীর্ষ আলেম শায়খ মাওলানা আছগর হোসাইন,এশায়াতুল ইসলাম ফোর্ড স্কোয়ার মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা তহুর উদ্দিন,ফেদায়ে মিল্লাত রাহঃ এর অন্যতম খলিফা ও সংগঠনের যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খ মাওলানা মুহাম্মদ তরিকুল্লাহ,মাজাহিরুল উলুম মাইল্যান্ড মাদ্রাসা ও মসজিদের চেয়ারম্যান শায়খ মাওলানা জমশেদ আলী,জামেয়া ইসলামিয়া বার্মিংহাম-এর শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন,বিশিষ্ট মুহাদ্দীস মাওলানা মরতুজা হুসাইন সহ অসংখ্য আলেম উলামা ও কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ ও সেক্রেটারি মুফতি ছালেহ আহমদের নেতৃত্বে সংগঠনের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ মুহতারাম এর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী,সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সহ সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,লন্ডন মহানগরী শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ শহীর উদ্দিন,সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহি উদ্দিন,প্রমুখ।
গত ২৪ আগস্ট শনিবার ম্যানর পার্ক শাহজালাল মসজিদে আয়োজিত বিশেষ তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিলে এ সম্মাননা প্রদান করা হয়।



