মুফতি আবদুল মালেক সাহেবের বাবা অসুস্থ, হাসপাতে ভর্তি

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৯ ২০১৮, ১৪:১৪

হাবীব আনওয়ার

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকার মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ও প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব হাফিহুল্লাহুর সম্মানিত পিতা চাঁদপুর শাহরাস্তির ঐতিহ্যবাহী খেড়িহর মাদরাসার মুহতামিম, বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হক সাহেব (৯৫) গুরুতর অসুস্থ হয়ে কুমিল্লা শহরের শাসনগাছায় অবস্থিত খিদমাহ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কয়েক দিন ধরে স্বাভাবিক খানাপিনা গ্রহণ করতে পারছেন না। এক পর্যায়ে পানিশূন্য হয়ে তীব্র অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন যাবৎ তাঁকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য, ছাত্র-শাগরিদ ও ভক্তবৃন্দের কাছে দুয়া চেয়েছেন।