মুফতি আবদুল মালেক সাহেবের বাবার ইন্তেকাল, জানায়া দুপুর ২টায়
একুশে জার্নাল
ডিসেম্বর ২৬ ২০১৮, ০৭:২৫
হাবীব আনওয়ার
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকার মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ও প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব হাফিহুল্লাহুর সম্মানিত পিতা চাঁদপুর শাহরাস্তির ঐতিহ্যবাহী খেড়িহর মাদরাসার মুহতামিম, বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হক সাহেব ইন্তেকাল করেছেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে কুমিল্লা শহরের শাসনগাছায় অবস্থিত খিদমাহ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২৬ ডিসেম্বর (বুধবার) রাত ১ টার দিকে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
আজ ২৬ ডিসেম্বর দুপুর ২ টায় খেড়িহর মাদরাসা মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে মরহুম স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে এবং অসংখ্য যোগ্য আলেমে দ্বীন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি আমৃত্যু ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। দীর্ঘ দরস-তাদরিসের জীবনে তিনি সারা দেশে শত শত যোগ্য আলেম তৈরি করার মহান দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।