মুফতি আজম বাংলাদেশ মুফতী আ.ছালাম চাটগামী অসুস্থ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৭ ২০১৯, ০৭:১১

হাবীব আনওয়ার

সুপ্রসিদ্ধ ফতওয়া গ্রন্থ জাওয়াহিরুল ফতওয়াসহ অসংখ্য গ্রন্থের লেখক,
জামিয়াতুল উলূমিল ইসলামিয়া বিন্নুরি টাউন করাচির সাবেক প্রধান মুফতি ও বার্তমান বাংলাদেশের গ্রেন্ড মুফতী,
দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতি ও মুহাদ্দিস মুফতী আব্দুস সালাম চাটগামী অসুস্থ।

গত ২৮ ডিসেম্বর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ আদায়ের পর চৌকিতে বসার সময় তিনি ফ্লোরে পড়ে যান। পরে হাটহাজারীর আলিফ হসপিটালে এক্সরে রিপোর্টে তাঁর বাম পায়ের উরুর হাড্ডি ভেঙ্গে গেছে দেখা যায়।
বর্তমানে তিনি চলাচলে অক্ষম হয়ে পড়েছেন। উঠা-বসা ও হাঁটা-চলা করতে পারছেন না।

পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য ছাত্র-শিষ্য, ভক্ত-অনুরক্ত সহ সকলের নিকট দোয়ার আবেদন করেছেন।