মুজিববর্ষ উপলক্ষে নান্দাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
একুশে জার্নাল ডটকম
জুন ২৭ ২০২০, ১৭:৪৭
এম.জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে সারাদেশব্যপী এবং সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি বৃক্ষ রোপন কার্যক্রমের অংশ হিসেবে মুজিব শত বর্ষ উপলক্ষে নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যেগে নান্দাইল উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন ফলজ ও বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন এর উপস্থিতিতে উক্ত কর্মসূচি পালিত হয়।
এ ছাড়াও নান্দাইল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আব্দুর রহিম সুজন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নান্দাইল উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, বাংলাদেশ আওয়ামী নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাচ্চু সহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।