মুজিববর্ষ অর্থই হলো সত্যের জন্য যুদ্ধ করা; নাসিম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৮:৩৩

নারী নির্যাতনকারীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার সকালে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে নাসিম বলেন, মুজিববর্ষ অর্থই হলো সত্যের জন্য যুদ্ধ করা; অন্যায়ের কাছে মাথা নত করা নয়, মুজিব বর্ষে নারী- শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ হবে। পশুর ধর্ম থাকে কিন্তু নারী নির্যাতনকারীর ধর্ম নেই। এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। সংক্ষিপ্ত বিচারে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার কেন বিলম্বিত হচ্ছে তা দেখে দ্রুত ব্যবস্থা নিতে আইনমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। এসময় ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।